
আওয়ার টাইমস নিউজ।
ইসলামী ডেস্ক:
প্রশ্ন: মোবাইল বা ট্যাবের স্ক্রিনে কোরআনের আয়াত বা সূরা লেখা থাকলে কি অজু ছাড়া স্পর্শ করা যাবে?
উত্তর:
মোবাইল বা আই-প্যাডের স্ক্রিনে কোরআনের আয়াত দেখা গেলে, আয়াতের ওপর স্পর্শ করতে অজু থাকা বাধ্যতামূলক। তবে স্ক্রিনের যে অংশে আয়াত নেই, সেই অংশে হাত লাগাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ, আয়াতের মর্যাদা রক্ষা করতে হবে, কিন্তু প্রযুক্তিগত যন্ত্রের অব্যবহৃত অংশে হাত লাগানো যাবে।
এটি ইসলামের মূল নিয়ম অনুসারে কোরআনের প্রতি সম্মান দেখানোর একটি অংশ। অনলাইনে বা ডিভাইসের মাধ্যমে কোরআন পড়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, যেন আয়াতের পবিত্রতা বজায় থাকে।
সূত্র:
রদ্দুল মুহতার ১/১৭৩
হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৭৭
আলকাউসার, সেপ্টেম্বর ২০১৮
































