
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শারজার মরুভূমিতে ব্যাট হাতে বিপর্যয়ে আফগানিস্তান। বাংলাদেশের ঘূর্ণি আর পেসের মিশ্র আক্রমণে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৪৩ রানে থেমে যায় আফগান ব্যাটিং লাইনআপ।
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা একদমই সুখকর হয়নি আফগানদের।
প্রথম দুই ওভারে বিনা উইকেটে ২০ রান তুলে নিলেও তৃতীয় ওভারের প্রথম বলেই শরিফুল ইসলাম ভেঙে দেন আফগানদের ব্যাটিং ছন্দ। আউট হন ওপেনার ইব্রাহিম জাদরান (৭)। পরের ওভারেই নাসুম আহমেদ সাজঘরে ফেরান আরেক ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১২)— দল তখন চাপে।
তারপরও কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন সেদিকউল্লাহ আতাল (২৮) এবং দারউইশ রাসুলি (৩২), তবে বাংলাদেশি বোলারদের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের সামনে টিকতে পারেননি কেউই।
বিশেষ করে সাইফউদ্দিন ছিলেন আগুনে মেজাজে — মাত্র ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি।
তাকে চমৎকারভাবে সহায়তা করেন নাসুম আহমেদ ও সাকিব আল হাসান, দুজনই নেন ২টি করে উইকেট।
শেষ পর্যন্ত ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৪৩/৯।
অর্থাৎ হোয়াইটওয়াশ নিশ্চিত করতে বাংলাদেশের সামনে টার্গেট ১৪৪ রান ১২০ বলে।
বাংলাদেশের ব্যাটাররা এখন শুধু ঠাণ্ডা মাথায় ব্যাটিং করলেই সিরিজে ক্লিনসুইপের হাসি ফোটাতে পারবে।



























