
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদী দিয়ে ভেসে এসেছে হাজার হাজার গাছের গুঁড়ি ও শেকড়সহ উপড়ে পড়া গাছ। রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়ন হয়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব গাছ বাংলাদেশে প্রবেশ করে। নদীর দুই তীরে দেখা গেছে কৌতূহলী জনতার ভিড়, অনেকেই গাছ ধরতে নদীতে নেমে পড়েন।
স্থানীয়দের ধারণা, ভারতে টানা বর্ষণ ও পাহাড় ধসের কারণে বনাঞ্চল থেকে গাছগুলো উপড়ে গিয়ে পানির স্রোতে ভেসে বাংলাদেশে এসেছে। নদীর স্রোতের সাথে দুধকুমার, ধলডাঙ্গা, শালঝোড়, ইসলামপুর এবং পাটেশ্বরী এলাকার মধ্য দিয়ে এগুলো ভেসে আসে।
চরভুরুঙ্গামারীর ইসলামপুর এলাকার রফিকুল ইসলাম জানান, “রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শত শত মানুষ নদীতে নেমে গাছ ধরতে থাকে। অনেক গাছ ভাটির দিকে চলে গেলেও কিছু গাছ উদ্ধার করা গেছে, যেগুলো খড়ি হিসেবে কাজে লাগানো যাবে।”
একই এলাকার মোজ্জাম্মেল হক বলেন, সম্ভবত ভারতের পাহাড়ি অঞ্চল থেকে এসব গাছ ভেসে এসেছে। গাছ ধরতে গিয়ে নৌকা দুর্ঘটনায় পড়েছিলাম, একটি বড় গাছ আমাদের নৌকার নিচে ঢুকে প্রপেলার ভেঙে দেয়।
স্থানীয় নূর মোহাম্মদ জানান, প্রায় ৩০ বছর আগে একবার এমন ঘটনা ঘটেছিল, তবে এবার যে পরিমাণ গাছ এসেছে তা অভূতপূর্ব। গাছের সঙ্গে সাপও ভেসে আসতে দেখা গেছে।
শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, নদীতে এখন শুধু গাছ আর গাছ। মানুষ নৌকা দিয়ে সাঁতরিয়ে গাছ ধরছে, তবে গাছগুলো কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, এগুলো ভারতের পাহাড়ি অঞ্চল থেকেই এসেছে।
স্থানীয় প্রশাসন ও বনবিভাগ বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত গাছগুলোর প্রকৃত উৎস বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা যায়নি।



























