
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরের রায়পুরে মাত্র ১৭ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে সবাইকে চমকে দিয়েছে ৮ বছর বয়সী শিশু রাদিফ আল হাসান। এই অসাধারণ অর্জনের স্বীকৃতি হিসেবে তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছে তার মাদ্রাসা কর্তৃপক্ষ।
রাদিফ রায়পুরের আল-আবরার তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। আশ্চর্যের বিষয় হলো, সে আবাসিক নয়, প্রতিদিন বাড়ি থেকে আসা-যাওয়া করেই এই বিশাল অর্জন করেছে। তার বাবা হারুনুর রশিদ চরপাতা গাছিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবারসহ তারা রায়পুরে ভাড়া থাকেন।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আবরার হোসেন বলেন, আমাদের মাদ্রাসায় নিয়ম রয়েছে, যে শিক্ষার্থী সম্পূর্ণ কোরআন হিফজ শেষ করবে, তাকে বাইসাইকেল উপহার দেওয়া হবে। সেই নিয়মেই রাদিফকে পুরস্কৃত করা হয়েছে। সে অত্যন্ত মেধাবি ও শৃঙ্খলাবান ছাত্র।
রাদিফের বাবা জানান, রাদিফ সবসময় কোরআন পাঠে মনোযোগী ছিল। প্রতিদিন বাসা থেকে মাদ্রাসায় গিয়ে নিয়মিত পড়াশোনা করত। আল্লাহর রহমতে ও শিক্ষকদের পরিশ্রমের ফলে সে এত দ্রুত কোরআন মুখস্থ করতে পেরেছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, একই অনুষ্ঠানে আরও কয়েকজন শিক্ষার্থীকে ‘সবক’ দেওয়া হয়। তবে রাদিফের মতো ১৭ মাসে হাফেজ হওয়া প্রতিষ্ঠানের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে ধরা হচ্ছে।
ছোট্ট বয়সে এমন এক অনন্য অর্জন শুধু পরিবার নয়, পুরো এলাকার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে রাদিফের নামটি।



























