
আওয়ার টাইমস নিউজ।
সৌদি আরব থেকে ফেরত আনা হয়েছে প্রায় ৩৭ কোটি ৯৪ লাখ টাকা, যা গত আট বছরে (২০১৭–২০২৪) হজ সংক্রান্ত খরচের অব্যয়িত অর্থ ছিল। এই টাকা ফেরত পাচ্ছে মোট ৯৯০টি হজ এজেন্সি।
সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি জানান, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের সৌদি প্রান্তের ব্যয় নির্বাহের জন্য হজ এজেন্সিগুলো সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্ল্যাটফর্মের আইবিএএন হিসাবে অর্থ প্রেরণ করে থাকে। দীর্ঘদিন ধরে সেখানে কিছু অর্থ অব্যয়িত পড়ে ছিল।
ড. খালিদ বলেন, “অব্যয়িত অর্থ ফেরত আনতে আমরা বারবার সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। কয়েক দফা পত্র প্রেরণ এবং বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর অবশেষে এই অর্থ ফেরত পাওয়া সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, ফেরত আসা অর্থ ইতোমধ্যে বাংলাদেশ হজ অফিসের ‘মাসার নুসুক’ আইবিএএন হিসাবে জমা হয়ে, সেখান থেকে সংশ্লিষ্ট সৌদি-ফ্রান্সি ব্যাংকের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, এই উদ্যোগের মাধ্যমে হজ এজেন্সিসমূহের অব্যয়িত অর্থ ফেরত পাওয়া ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অবিচল প্রচেষ্টা ও সদিচ্ছার সফল ফলাফল।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু আ আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক,
এবং উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ।





























