
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানিয়েছেন, দল ক্ষমতায় এলে আগামী ১৮ মাসের মধ্যে দেশের সব জেলার শিক্ষিত বেকারদের জন্য এক কোটি কাজের সুযোগ তৈরি করবে।
রবিবার দুপুরে মিরপুর ১ নম্বরে ছাত্রদল আয়োজিত কর্মী সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, দেশে স্বাস্থ্যসেবা পুনর্গঠন এবং বিচারবিভাগকে স্বাধীন করার পাশাপাশি যুবকের কর্মসংস্থানের অভাব দূর করাই সরকারের প্রধান লক্ষ্য হবে।
নতুন কর্মপরিকল্পনা অনুযায়ী, বিএনপি পরিকল্পনা করছে,
স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার: প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগে পৌঁছনো চিকিৎসা সেবা
বিচারবিভাগের স্বাধীনতা: বিচার প্রক্রিয়া রাজনীতির বাহিরে আনা
নির্দিষ্ট কর্মপরিকল্পনা: ১৮ মাসের মধ্যে এক কোটি বেকার যুবকের জন্য চাকরি ও আয় সুনিশ্চিত করা
অধিক গতির নির্দেশ দেন তিনি: শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় নেই। দলবিরোধী বা অপপ্রচারকারী যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল হক ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নবীনভাবে যোগদান করলেও দায়িত্ব নিতে হবে, দেশপ্রেমিক হওয়া মানেই কর্মের দায়িত্ব, শুধু কথা নয়।
উল্লেখ্য, ৫ আগস্ট আন্দোলনের পর একটি নতুন রাজনৈতিক গোষ্ঠী ‘নব্য বিএনপি’ নামে সক্রিয় হয়েছে বলে অভিযোগ থাকলেও তিনি সেটা অগ্রাহ্য করে দল ও নীতি-নির্ধারণে নিজেদের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।





























