
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে সৌদি আরবে নতুন একটি সোনার খনি আবিষ্কারের। দেশটির রাষ্ট্রীয় খনিজ প্রতিষ্ঠান Saudi Arabian Mining Company (Ma’aden) জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় এলাকায় পরীক্ষামূলক অনুসন্ধানের সময় তারা বিপুল পরিমাণ স্বর্ণের উপস্থিতি শনাক্ত করেছে।
সংস্থার দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরে সৌদি আরবের “আরাবিয়ান শিল্ড” অঞ্চলে স্বর্ণ ও অন্যান্য খনিজ সম্পদের অনুসন্ধান চালানো হচ্ছে। সর্বশেষ পরীক্ষামূলক ফলাফলগুলো নতুন খনি উন্নয়নের সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে। খনি বিশেষজ্ঞরা মনে করছেন, আবিষ্কৃত সোনার মজুদ বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হলে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় স্বর্ণ সম্পদ হতে পারে।
তবে সৌদি সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। প্রাথমিক পর্যায়ের বিশ্লেষণ শেষে চূড়ান্ত ঘোষণা আসার কথা। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সরকারি প্রতিবেদন ছাড়া কোনো তথ্যকে নিশ্চিতভাবে গ্রহণ করা ঠিক হবে না।
সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে তেলের ওপর নির্ভরতা কমিয়ে খনিজ ও প্রাকৃতিক সম্পদ উন্নয়নে জোর দিচ্ছে। নতুন এই খনি আবিষ্কার দেশটির “Vision 2030” প্রকল্পের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এই সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অনেক বিশ্লেষক এটিকে সৌদির অর্থনৈতিক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।
সূত্র: Arab News, Global Mining Review





























