
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, রাকসুর মোট ২৩ পদের মধ্যে ২০টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী।
ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোটের মোস্তাকুর রহমান জাহিদ নির্বাচিত হয়েছেন। তিনি ১২,৬৮৭ ভোট পেয়েছেন, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩,৩৯৭ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার ১১,৫৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের এস এম সালমান সাব্বির, ৬,৯৭১ ভোটে।
ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত জাতীয় নারী ফুটবলার নার্গিস খাতুন, আর সহক্রীড়া সম্পাদক হয়েছেন আবু সাঈদ মোহাম্মদ। সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদ হাসান, সহসাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম। মহিলা সম্পাদক পদে জয়ী হয়েছেন সাইয়্যেদা হাফসা, সহমহিলা সম্পাদক পদে সামিয়া জাহান।
তথ্য ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বি এন নাজমুস সাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সিফাত আবু সালেহ। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ মোজাহিদ ইসলাম, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে আসাদুল্লাহ। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে জয়ী হয়েছেন তোফায়েল আহমেদ তোফা, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মোজাহিদুল ইসলাম সায়েম। বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ইমরান মিয়া লস্কর, সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মোহাম্মদ নয়ন হোসেন। পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আবদুল্লাহ আল মাসুদ, সহপরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে মাসুমা ইসলাম মুমু।
এছাড়া সিনেট প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব ও সালমান সাব্বির।
ফলাফলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ায় ছাত্র সমাজকে ধন্যবাদ জানানো হয়েছে।





























