
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অবশেষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী নভেম্বর মাস থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা প্রদান করা হবে।
সরকার জানিয়েছে, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে এ ভাতা পর্যালোচনা করে সমন্বয় করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে, শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া প্রদানের দাবিতে গত আগস্টে ঢাকায় মহাসমাবেশ করেন এবং পরবর্তীতে ১২ অক্টোবর থেকে টানা আন্দোলন শুরু করেন। আন্দোলনের মুখে অবশেষে সরকার এ দাবি আংশিক মেনে নেয়।
নতুন ভাতা প্রদানের ক্ষেত্রে কিছু শর্ত যুক্ত করা হয়েছে,
ভাতা পরবর্তী জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।
নিয়োগ ও নীতিমালা অনুযায়ী শর্তাবলি যথাযথভাবে পালন করতে হবে।
এই ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কেউ বকেয়া পাওনা দাবি করতে পারবেন না।
সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।
ভবিষ্যতে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
প্রশাসনিক মন্ত্রণালয়কে প্রজ্ঞাপন জারি করে তার অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে।
এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে আন্দোলনরত শিক্ষক সমাজে স্বস্তির বাতাস বইলেও, তারা এখনো মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদানের দাবিতে অনড় রয়েছেন।





























