
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, সরকারি উদ্যোগে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ তাদের বর্তমান বেতন, ইমামদের ১৫ হাজার, মুয়াজ্জিনদের ১০ হাজার ও খাদেমদের মাত্র সাড়ে ৭ হাজার টাকা, যা দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন।
তিনি আরও জানান, সম্প্রতি এক ইমাম নামাজ শেষে আক্ষেপ করে বলেছেন, আমরা সকাল ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত মসজিদেই থাকি। বাইরে অন্য কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ নেই। এই অল্প আয়ে পরিবার নিয়ে টিকে থাকা খুব কষ্টকর।
সারজিস আলম বলেন, বিষয়টি আমরা ধর্ম উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। এনসিপির পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে ইমামদের বেতন অন্তত ২০ হাজার, মুয়াজ্জিনদের ১৫ হাজার এবং খাদেমদের ১০ হাজার টাকা নির্ধারণের জন্য।
তিনি আরও জানান, ধর্ম উপদেষ্টা এই প্রস্তাবকে যথাযথ ও যৌক্তিক বলে মন্তব্য করেছেন এবং আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সারজিস আলম বলেন, দেশের বহু মসজিদে আজও এমন অনেক ইমাম ও মুয়াজ্জিন আছেন, যারা মাসে ৫ হাজার টাকাও পান না। এটি সত্যিই দুঃখজনক। তাই দেশের প্রতিটি মসজিদে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি স্থায়ী ও সুষ্ঠু বেতন কাঠামো প্রণয়ন করা জরুরি। এতে ইসলামি শিক্ষা ও সমাজে নৈতিকতা আরও মজবুত হবে।





























