
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কেবল একাত্তরের জন্য নয়, ১৯৪৭ সালের ভারতভাগ থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ভুল হলে তার জন্য শর্তহীনভাবে ক্ষমা চাইছে জামায়াত। যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে দলের বর্তমান রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।
শফিকুর রহমান বলেন, এটিএম আজহারুল ইসলাম জেল থেকে মুক্তির পর আমি বলেছিলাম, ‘যদি জামায়াতের কারণে কারো ক্ষতি বা কষ্ট হয়ে থাকে, বিনা শর্তে ক্ষমা চাইছি’। তিনি বলেন, একাত্তরে জামাতের কোনো ভূমিকা ছিল না কি, অবশ্যই ছিল, তখন তারা মনে করেছিল পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার।
তিনি যোগ করেন, ভুল করা মানুষের স্বাভাবিক বিষয়, এবং যেকোনো ক্ষতির জন্য ক্ষমা চাওয়া উচিত। জামায়াত এ পর্যন্ত কয়েকবার ক্ষমা চেয়েছে, এবং তিনি প্রকাশ্যে বললেন, ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাই।
শফিকুর রহমান বলেন, যদি জামায়াত ক্ষমতায় আসে, দেশটি হবে বাংলাদেশই, কোনো অন্য দেশের মতো নয়। ভারতসহ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
তিনি জানান, বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এখন পৃথক, এবং তারা জনগণের কাছে নিজেদের কর্মসূচি নিয়ে যাচ্ছে। শফিকুর রহমান প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় এই বক্তব্য দেন।





























