
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জনপ্রিয় ইসলামী বক্তা ও আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সম্প্রতি সুদানের মানবিক সংকট নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন।
তিনি ফেসবুকে পোস্টে উল্লেখ করেন, আফ্রিকার দেশ সুদানে এই মুহূর্তে একটি বিশাল মানবিক বিপর্যয় চলছে। গত তিন দিনে সন্ত্রাসী হামলায় অন্তত দেড় হাজার মানুষ নিহত হয়েছে, যার মধ্যে হাসপাতালের প্রায় ৫০০ রোগী ও তাদের স্বজন রয়েছেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ২০২৩ সালে শুরু হওয়া সংঘাতের পর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়াও, সন্ত্রাসীদের ভয়ে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ত্যাগ করে পালিয়েছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এত বড় বিপর্যয়ের মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে কি? এবং আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের প্রকৃত উদ্দেশ্য কি সুদানের সহিংসতা বন্ধ করা নাকি কেবল নিজেদের স্বার্থ রক্ষা করা?
শায়খ আহমাদুল্লাহ যোগ করেন, উন্নত কোনো দেশে এমন ঘটনা ঘটলে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যেত এবং প্রচুর মিডিয়া কভারেজ হতো। কিন্তু গরিব ও মুসলিম দেশ হিসেবে সুদানের মানুষ কি সভ্য বিশ্বের কাছে কম গুরুত্ব পাচ্ছে?





























