
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকায় অনুষ্ঠিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে ইসলামি দলগুলোর ঐক্য ও জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘কওমি মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আল্লামা বাবুনগরী বলেন, সহিহ আকিদার ওপর প্রতিষ্ঠিত সব ইসলামি দল যদি ঐক্যবদ্ধ হতে পারে, তবে সেটাই হবে সর্বোত্তম। অতীতেও তিনি বহুবার এই আহ্বান জানিয়েছেন জানিয়ে বলেন, দুঃখজনকভাবে এখনো সেই ঐক্যের পরিবেশ তৈরি হয়নি। তিনি পরামর্শ দেন যে, ইসলাম ও ইসলামের মূলধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত যেন কেউ গ্রহণ না করেন।
তিনি আরও বলেন, দেশের মসজিদ–মাদ্রাসা, দাওয়াত–তাবলিগ এবং তাসাউফ–সুলুকের কাজ যাতে কোনো বিদেশি প্রভাব বা অভ্যন্তরীণ বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
আপন বক্তব্যে হেফাজত আমির দেশের বর্তমান পরিস্থিতিকে ‘কঠিন সময়’ উল্লেখ করে দাবি করেন যে, ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চলছে। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ধর্মীয় মূল্যবোধও নানা ধরনের চাপের মুখে রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে স্থাপনের চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে এ ধরনের চুক্তি জাতীয় স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধের জন্য অশনি সংকেত। এই চুক্তিকে তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। এসময় তিনি মওদুদীবাদের ভ্রান্ত আকিদার ওপর ক্ষোভ প্রকাশ করেন।
সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বরেণ্য উলামা মাশায়েখরা উপস্থিত ছিলেন।




























