
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় সম্প্রতি একের পর এক বিষধর সাপ দেখা দিয়েছে। রাসেল ভাইপার, খৈয়া গোখরা, পদ্মগোখরা সহ অন্যান্য বিষধর সাপ বহু তলা ভবন, বাসাবাড়ির ভেতর, গাড়ি পার্কিং এবং প্লে-গ্রাউন্ড পর্যন্ত প্রবেশ করছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উত্তরা, কাফরুল, বনশ্রী, মিরপুর, খিলগাঁও ও মোহাম্মদপুরের কয়েকটি এলাকার বাসিন্দারা জানান, তারা প্রায়শই বিশাল আকৃতির সাপ দেখতে পান। বিশেষজ্ঞরা বলেন, বর্ষা ও প্রজননকাল (আগস্ট থেকে নভেম্বর) হলো সাপদের ঘরে আসার প্রধান কারণ।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ জানান, গত চার মাসে ঢাকা শহর থেকে মোট ৩৫২টি সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মাত্র তিনটি ছাড়া বাকি সবগুলো মারাত্মক বিষধর। সবচেয়ে বেশি সাপ উদ্ধার করা হয়েছে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক ফ্ল্যাট, বনশ্রী, খিলগাঁও ও আফতাবনগর এলাকায়।
সাপ প্রতিরোধের জন্য বাসাবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। গর্ত বা ঝোপঝাড়ের আশেপাশে সতর্ক থাকতে হবে। কেউ সাপের কামড়ে আহত হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সব সরকারি হাসপাতালে রাসেল ভাইপারসহ অন্যান্য বিষধর সাপের কামড়ের জন্য পর্যাপ্ত অ্যান্টি-ভেনম নিশ্চিত করেছে।
উত্তরা, খিলগাঁও এবং মোহাম্মদপুরের অনেক বাসিন্দা জানান, তারা প্রায় প্রতিদিনই সাপের উপস্থিতি লক্ষ্য করছেন। কখনো গাড়ি পার্কিংয়ে, কখনো বহুতল ভবনের ফ্লোরে, আবার কখনো প্লে-গ্রাউন্ডে সাপ দেখা যাচ্ছে। সাপের সংখ্যা বেশি হওয়ায় বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সাপ দেখতে পেলে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।





























