
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের বিভিন্ন এলাকায় সোমবার (৮ ডিসেম্বর) রাতে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় রাত ২টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যার উৎপত্তি ভূমি থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, বাংলাদেশে চট্টগ্রাম ও রাঙামাটিসহ কিছু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত এটি নিশ্চিত করেনি। এর আগে একই অঞ্চলে ৩.৫ মাত্রার একটি ভূমিকম্পও অনুভূত হয়েছিল, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
মিয়ানমারের ভূমিকম্প-প্রবণ এলাকা হিসেবে পরিচিত হওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আফটারশক আসার সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। যদিও কম্পনের মাত্রা গুরুতর নয়, তবুও এটি স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।



























