
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে, সাংবাদিক নিরাপত্তা সংকট আশঙ্কাজনকভাবে বেড়িয়েছে। RSF–র ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছে, যার প্রায় ৪৩ % অর্থাৎ প্রায় অর্ধেক নিহত সাংবাদিক ইসরায়েলি বাহিনার হামলায় প্রাণ হারিয়েছেন।
রিপোর্টে বলা হয়েছে, গাজা অঞ্চলে ২০২৫ সালে ২৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। আর এসব তথ্যকে ভিত্তি করেই তিন বছর ধরে (২০২৩–২০২৫) ইসরায়েলকে “সাংবাদিক হত্যায় শীর্ষ বন্দুকধারীর দেশ” হিসেবে RSF চিহ্নিত করেছে।
একই রিপোর্টে বলা হয়েছে, শুধু হত্যাই নয় ২০২৫ সালের হিসাব অনুযায়ী ৫০৩ জন সাংবাদিক বিভিন্ন দেশে কারাবন্দী রয়েছেন, আর সাংবাদিক সংখ্যানুপ্রেরিত হয়রানির ঘটনাও বিশ্বব্যাপী বেড়েছে।
বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সংবাদ পরিবেশের জন্য ভয়ঙ্কর সংকেত হিসেবে RSF–র এই রিপোর্টকে অনেক দেশ ও মিডিয়া সংগঠন গুরুত্ব দিয়েছে। তারা বলছে, “সংবাদ বন্ধ হলে তথ্য বন্ধ এবং সত্যি জানার অধিকার বন্ধ”।



























