
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মুর্শিদাবাদের বেলডাঙায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে অনুদানের ধারা বৃদ্ধি পেয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে বাবরি মসজিদের নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে।
বর্তমানে ১১টি বাক্সে নগদ অর্থ, ৫০০ রুপির নোট থেকে খুচরা টাকা, এমনকি বিদেশি মুদ্রাও জমা পড়েছে। অনুদানের পরিমাণ ইতিমধ্যেই ৩ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
হুমায়ুন কবির জানিয়েছেন, অনেকে অনলাইনের মাধ্যমে অনুদান দিচ্ছেন, কেউ আবার সরাসরি নগদ অর্থ প্রদান করছেন। প্রতিদিনই তার বাড়িতে টাকাপত্রের নতুন নতুন ধারা জমা হচ্ছে, যা মসজিদ নির্মাণে ব্যবহার করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন (৬ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থান থেকে মুর্শিদাবাদের বেলডাঙায় লোক সমাগম হয়। পশ্চিমবঙ্গসহ অন্যান্য এলাকায় মানুষ উপস্থিত হন, অনেকে মাথায় ইট বহন করে মসজিদ নির্মাণে সমর্থন দেখান। হুমায়ুন কবির অনুষ্ঠানে বলেন, “মসজিদ নির্মাণে বাধা দেওয়া হলেও আমরা মাথা নেব না; প্রয়োজনে শহিদও হব। দেশে মন্দির ও গির্জা নির্মাণের স্বাধীনতা রয়েছে, তেমনি আমাদেরও সংবিধানের অধিকার অনুযায়ী মসজিদ নির্মাণের অধিকার রয়েছে।”
উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরই অযোধ্যার বাবরি মসজিদটি করসেবকরা ভেঙে ফেলেছিলেন। এবার ঐতিহাসিক ওই দিনে মুর্শিদাবাদের বেলডাঙায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হওয়ায় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।



























