
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি দেশের: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। সোমবার বৈশ্বিক বাজারে স্বর্ণের দর সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের সুদ কমে আসায় মূল্যবান ধাতুটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ নতুন করে বেড়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের আসন্ন কর্মসংস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এই অনিশ্চয়তার মধ্যেই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে। যদিও রুপার দাম ঊর্ধ্বমুখী রয়েছে, তবে সাম্প্রতিক রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারেনি।
আন্তর্জাতিক স্পট মার্কেটে সোমবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় এক শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৪৪ ডলারের বেশি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৭ ডলারের ঘরে ওঠে।
ডলার সূচক সাম্প্রতিক সময়ের তুলনায় নিচের দিকে থাকায় বিদেশি ক্রেতাদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমে আসাও স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে দেশের বাজারেও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে শনিবার ভরিতে ৩ হাজার ৪৫৩ টাকা বাড়ানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের পরিবর্তনসহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।



























