
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ‘মামলা বাণিজ্যের’ অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত এক সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, বরং মামলা বাণিজ্য বেড়েছে। তার ভাষায়, এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারেন না।
তিনি বলেন, এই সমাবেশ কোনো দলীয় কর্মসূচি নয়। আমরা এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে আসিনি, এসেছি জুলাইয়ের সংগ্রামের কর্মী হিসেবে। এই উপস্থিতি প্রমাণ করে, জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যেই কমিশন এ ধরনের পরিস্থিতির মধ্যেও দায়িত্ব পালনের দাবি করে, তারা নিজেরাই নৈতিক বৈধতা হারিয়েছে। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, হাদির ওপর হামলার মাধ্যমে শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা বাংলাদেশকেই আঘাত করা হয়েছে। এই হামলার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিজয় উদযাপনের নামে রাস্তায় নামা হবে না। বরং প্রতিরোধের ডাক দেওয়া হচ্ছে। তার অভিযোগ, ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি এবং ঘটনার নেপথ্যের শক্তি এখনো উদঘাটন করা যায়নি।
সমাবেশ থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিতের দাবি জানানো হয়।



























