
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংগঠনটি। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শরিফ ওসমান হাদি এখন অত্যন্ত সংকটজনক পর্যায়ে আছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এ সময় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, যদি ওসমান হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদের মর্যাদায় ভূষিত হন, তবে সারাদেশের স্বাধীনতাকামী ও নিপীড়িত জনগণকে সার্বভৌমত্ব রক্ষার দাবিতে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হবে। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডে জড়িত কেউ যদি ভারতে পালিয়ে যায়, সে ক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করে যে কোনো মূল্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হবে।




























