
আওয়ার টাইমস নিউজ।
প্রিয় শহীদ উসমান শরীফ হাদি…
তুমি বাংলার লাখো কোটি মানুষের ঈমান-দীপ্ত জ্বালানি। তুমি তো মৃত নও, তুমি চিরজীবিত! পবিত্র কুরআনের বাণী—শহীদরা কখনো মরেনা, বরং তারা জীবিত।
আজ আমরা তোমাকে শুধু হারাইনি; আমরা হারিয়েছি ইসলাম ও দেশের জন্য জীবন দেওয়া ঈমান-দীপ্ত এক সাহসী মহাবীর যোদ্ধা পথিক কে। তুমি তো মহান রবের দেওয়া ঈমানী শক্তির বলে বলিয়ান হয়ে আমাদের দেখিয়েছ কিভাবে জালিমের মসনদ গুঁড়িয়ে দিতে হয়। তুমি রয়ে যাবে অনন্তকাল আমাদের হৃদয়ের স্মরণেতে।
প্রিয় শরীফ উসমান হাদি…
আজ সংসদ ভবনের সবুজ মাঠে তোমার জানাজায় দাঁড়িয়ে অনুভব করেছি, তোমাকে হারানোর বিরহে মাটি কাঁপছিল, আকাশ ছিল নীরব নিস্তব্ধ, লক্ষ মানুষের চোখ ছিল তোমার বিরহে অশ্রুসিক্ত।
প্রিয় শরীফ উসমান হাদি…
তুমি ছিলে শুধু একজন মানুষ নও; তুমি ছিলে বাংলার হৃদয়, বাংলার বিবেক, বাংলার সাহসের প্রতীক। তোমার পদচিহ্ন রাজপথে থেকে যাবে; তোমার আস্থা, তোমার প্রত্যয় আমাদের মাঝে বাঁচবে। আজ আমরা তোমাকে বিদায় দিচ্ছি না—আমরা বিশ্বাস করতে চাই, এত আলো একসাথে নিভে যেতে পারে না।
কিন্তু যখন তোমাকে নামানো হলো, তখন বুঝলাম—পৃথিবী সত্যিই ক্ষণিকের জন্যই স্থির থাকে।
তোমার রক্ত, তোমার আত্মত্যাগ আমাদের জন্য একটি ঐতিহাসিক শিক্ষা। হাদি, তুমি আমাদের শিখিয়েছ ভয় পেলে থামতে নেই। হয়ত তুমি আর আমাদের হাতে ধরে বলবে না, “ভাই, মাথা উঁচু করে দাঁড়াও।” তবু তোমার শিক্ষা, তোমার সাহস আমাদের মধ্যে বেঁচে থাকবে।
মায়ের চোখে ভাষাহীন শূন্যতা, ভাইয়ের কাঁধে ভাঙা আকাশ, আর আমরা লজ্জিত, কারণ আমরা বেঁচে আছি আর তুমি নেই। তুমি শহীদ, তুমি আলো, তুমি বিবেক, তুমি চিরকাল।
তোমার রবের মহান প্রতি
প্রিয় শরীফ উসমান হাদি…
ইনশা-আল্লাহ, মহান রবের দেওয়া ঈমানী শক্তির বলে বলিয়ান হয়ে বাংলার কোটি কোটি মানুষ তোমার রক্ত বৃথা যেতে দেবে না। আল্লাহ তোমাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
লেখকঃ হুসাইন আল আজাদ।
বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক



























