
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারকে প্রকাশ্যে মাথায় গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। হামলার কৌশল ও লক্ষ্যবস্তু ছিল সম্প্রতি নিহত ওসমান হাদির ওপর চালানো হামলার সঙ্গে প্রায় অভিন্ন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিটি তার কানের পাশ দিয়ে বিদ্ধ হয়।
আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গার শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে। হামলার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন না হওয়ায় পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি অভ্যন্তরীণ কোন্দলের জেরেও ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ঘটনাস্থলের আশপাশে বিভিন্ন অপরাধপ্রবণ কার্যক্রমের উপস্থিতি রয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ মন্ডল জানান, হামলাকারীরা সরাসরি মাথা লক্ষ্য করে গুলি করেছিল। তবে সৌভাগ্যক্রমে গুলিটি কানের পাশ দিয়ে চলে যায়।
এনসিপির স্থানীয় নেতারা জানান, এটি একটি পরিকল্পিত হামলা। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে গুরুতর আহত করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সেই ঘটনার পর এই নতুন হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।




























