
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেট টাইটান্সকে হারিয়ে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। টানটান উত্তেজনার ম্যাচে দুই উইকেট হাতে রেখে ১৯১ রানের লক্ষ্য টপকে যায় রাজশাহী।
লক্ষ্য তাড়ায় শুরুটা ধীরগতির হলেও ধীরে ধীরে ইনিংসের নিয়ন্ত্রণ নেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ৮ বলে মাত্র ২ রান করলেও ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবকে টানা তিনটি চার মেরে গতি বাড়ান তিনি। এরপর পুরো ইনিংসজুড়েই সাবলীল ব্যাটিং করেন শান্ত।
দলের অন্যপ্রান্তে অভিজ্ঞ মুশফিকুর রহিম চাপ সামলে ব্যাটিং করেন। শান্ত ৬০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০১ রান করেন। মুশফিক ৩১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। দুজনে মিলে ৭১ বলে ১৩০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান।
রাজশাহী ১৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান করে ম্যাচ জিতে নেয়।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে। পারভেজ হোসেন ইমন ঝরো ব্যাটিংয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন। আফিফ হোসেন ৬৫ রানে অপরাজিত থাকেন। শুরুতে সাইম আইয়ুব ১৫ বলে ২৮ রান করেন, তবে হজরতউল্লাহ জাজাই বড় ইনিংস খেলতে পারেননি।
রাজশাহীর পক্ষে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন। বিনুরা ফার্নান্ডো ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।
শান্ত ও মুশফিকের দৃঢ়তায় শেষ পর্যন্ত নাটকীয় জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।



























