
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আজ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
সকাল ১১টায় তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রমে অংশ নেবেন।
এর আগে, শুক্রবার তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বীর শহীদদের স্মরণ করেন। রাত ১০টা ৩৩ মিনিটে প্রাঙ্গণ ত্যাগ করেন।
আজকের কর্মসূচি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো সরাসরি জনগণের সঙ্গে যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে




























