
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা মিডিয়া ও অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি আর কোনো মডেলিং বা অভিনয় প্রজেক্টে অংশ নেবেন না এবং জনসম্মুখে মুখ প্রকাশ করবেন না। ইতিমধ্যেই তিনি নেকাব পরা শুরু করেছেন।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানিয়েছেন, এই সিদ্ধান্ত এসেছে মেয়ের নিজের উপলব্ধি থেকে। ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়নের মাধ্যমে জীবনধারায় পরিবর্তন আনার কারণে লুবাবা মনে করেছেন, মিডিয়ায় কাজ করা এখন সম্ভব নয়। তিনি কোরআন খতমও সম্পন্ন করেছেন এবং বর্তমানে ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন ও হাদিস পাঠে সময় কাটাচ্ছেন।
লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারণামূলক কাজ চালাতে পারেন, তবে সেটিও নেকাব পরা অবস্থায় হবে এবং মুখ প্রকাশ করবেন না। এছাড়া, আগামী রমজানে ধর্মীয় অনুরাগের অংশ হিসেবে তিনি ওমরাহ পালনের পরিকল্পনা করছেন।
ছোট বয়সে দাদা আব্দুল কাদেরের অনুপ্রেরণায় শোবিজে পা রাখা এই শিশুশিল্পী এখন তার পরিচিতি আর চেনা জগতকে বিদায় জানিয়ে ধর্মের প্রতি মনোযোগ দিয়েছেন।































