
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালেই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আশ্বাস দেন। রিজওয়ানা হাসান বলেন, শহীদ হাদির পরিবারটির সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করে অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, হাদির মৃত্যু ছিল অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। ব্যক্তিগতভাবে তিনি হাদিকে নিজের ভাইয়ের মতো মনে করতেন। যে মানুষটির জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও জাতীয় দায়িত্ব।
উপদেষ্টা বলেন, সরকার হয়তো আন্দোলনকারীদের মতো রাজপথে অবস্থান করছে না, তবে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। তদন্তের স্বার্থে এমন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, যা অপরাধীদের সুবিধা দিতে পারে।
এদিকে, হাদি হত্যার বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রোববার সারাদেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ আট বিভাগে এই কর্মসূচি পালন করা হবে।
এর আগে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকেও ইনকিলাব মঞ্চের নেতারা একই দাবিতে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দেন।




























