
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার চিকিৎসায় যুক্ত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে অত্যন্ত জটিল একটি সময় অতিক্রম করছেন এবং অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, এমনটি বলা যাচ্ছে না।
শনিবার দিবাগত রাতের দিকে হাসপাতালের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও গুরুতর। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকলেও তিনি এখনো সংকটময় পর্যায়ে রয়েছেন। তার বর্তমান অবস্থাকে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল নিবিড়ভাবে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। এই চিকিৎসা টিমের সঙ্গে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এদিকে, মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার রাতে আবারও হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই ঘণ্টার বেশি সময় তিনি হাসপাতালে অবস্থান করেন। রাত প্রায় বারোটার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর আগেও দেশে ফেরার পরপরই তিনি মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার দ্রুত সুস্থতার জন্য বিভিন্ন মহল থেকে দোয়া ও আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।




























