
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির মতে, তার প্রয়াণে বাংলাদেশ একজন দরদি ও আপসহীন অভিভাবককে হারাল।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় ইনকিলাব মঞ্চ জানায়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন সাহসী ও দৃঢ়চেতা দেশনেত্রী, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
শোকবার্তায় আরও বলা হয়, খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার অবদান ও সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সংগঠনটি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছে এবং শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।



























