
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি বৃহস্পতিবার বিকেলে মিরপুর-১০ নম্বরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর নির্বাচনি সমাবেশে এ মন্তব্য করেন।
জনসভায় নাহিদ ইসলাম বলেন, ঢাকা-১৫ বাসীর সৌভাগ্য যে জামায়াতের আমির এই আসন থেকে নির্বাচন করছেন। তিনি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একজন কান্ডারী। সারাদেশে তার পক্ষে যে জনজোয়ার নেমেছে, তা আগামী ১২ ফেব্রুয়ারি স্পষ্ট হবে।
তিনি সরকারের কাছে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো বৈষম্য সহ্য করা হবে না। নাহিদ ইসলাম আরও বলেন, বিভিন্ন কার্ডের বিতরণের বিষয়ে শঙ্কা আছে, কার্ড পৌঁছাবে কি জনগণের কাছে? ঘুষ দিতে হবে কি? তিনি জনগণকে ১০ দলীয় জোটের প্রার্থীদের জয়ী করতে ও ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান।



























