
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজার অবরুদ্ধ ভূখণ্ডে দ’খ’লদার ই’সরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় নারী ও শিশুসহ আরও কমপক্ষে ৫০ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী একাধিক বিমান হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল স্কুল, হাসপাতাল ও সেফ জোন। এতে অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হন।
ধ্বংসস্তূপে আটকা পড়া বহু মানুষ এখনও উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ মারা গেছেন।
৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজার ওপর লাগাতার বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ পর্যন্ত এসব হামলায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং এক লাখের বেশি আহত হয়েছেন।
ইসরায়েলের হামলায় স্কুল, হাসপাতাল, মসজিদ, শরণার্থী শিবিরসহ হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ।
উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইতোমধ্যে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।