
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিপিএল ২০২৫-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ৯৬ রানের বড় ব্যবধানে হারল সিলেট স্ট্রাইকার্স। এ জয়ে চিটাগং প্লে-অফ নিশ্চিত করলেও সিলেট বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। তবে চিটাগং কিংসের শক্তিশালী ব্যাটিং লাইনআপের সামনে সিলেটের বোলাররা তেমন সুবিধা করতে পারেনি।
প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং ২০ ওভারে ৭ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ গড়ে। দলের পক্ষে ওপেনার খাজা নাফি ও অধিনায়ক মোহাম্মদ মিথুন উভয়েই ৫২ রান করেন। শেষদিকে শামীম পাটোয়ারী ২৩ বলে ৩৮ রান করেন, আর খালেদ আহমেদ ১৩ বলে অপরাজিত ২৫ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন।
জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স শুরু থেকেই বিপদে পড়ে। টপ অর্ডার ব্যাটসম্যানরা দ্রুত ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। জাকির হাসান ১৯, রনি তালুকদার ১৭ এবং জাকের আলী ১৭ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। দলটি ১৬.৪ ওভারে মাত্র ১০০ রানে গুটিয়ে যায়।
চিটাগং কিংসের পক্ষে শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ দুর্দান্ত বোলিং করেন। তারা দুজনেই ৪টি করে উইকেট শিকার করেন।
এই জয়ে চিটাগং কিংস বিপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্স হতাশাজনকভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল।