
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে দেওয়া ওই স্ট্যাটাসে সোহেল তাজ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সমস্যার বিষয়ে মন্তব্য করেছেন। তিনি আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতির জন্য একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তির প্রতি ইঙ্গিত করে দোষারোপ করেন।
তিনি লিখেছেন, “১৫ বছরের হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, গণতন্ত্র ধ্বংস, দুর্নীতি এবং অর্থ পাচারের ফলে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য আত্মোপলব্ধি এবং ক্ষমা চাওয়ার পরিবর্তে বিদেশ থেকে আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এর জন্য তিনি দায়ী।”
সোহেল তাজ আরও উল্লেখ করেছেন যে জনগণকে নিজেদের বিবেক জাগিয়ে ন্যায় ও মানবিক মূল্যবোধে ফিরে আসার আহ্বান জানানো উচিত। তিনি নীতি-আদর্শহীন সমর্থকদের তার সামাজিক যোগাযোগমাধ্যম পেজ আনফলো করারও আহ্বান জানান।