
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপ আর আগের মতো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে না। তিনি ইউরোপীয় দেশগুলোকে সম্মিলিতভাবে একটি সামরিক বাহিনী ও পররাষ্ট্রনীতি গঠনের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইউরোপকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু সেই সময় এখন শেষ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়। এতে ইউক্রেনকে বাদ রেখে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে চলেছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কিয়েভ।
জেলেনস্কি আরও বলেন, “এখন ইউরোপ নিরাপত্তা সংকটে পড়লে যুক্তরাষ্ট্র যে মুখ ফিরিয়ে নেবে না, সে নিশ্চয়তা নেই। তাই ইউরোপকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করে বলেন, “মনে হচ্ছে, ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এখন পুতিন, কারণ তার ইচ্ছার ওপর নির্ভর করে জোটের সিদ্ধান্ত বদলে যেতে পারে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিন দুটি শর্ত দিয়েছেন—ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের আশা ছাড়তে হবে এবং রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া চারটি অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে প্রত্যাহার করতে হবে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে মনে হচ্ছে, তিনি এই শর্ত মেনে নেওয়ার পক্ষে ইঙ্গিত দিয়েছেন।