
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেক্স: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, সেই শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতি।
বৃহস্পতিবার রাত থেকে শহিদ মিনারের পথে নগ্নপদে প্রভাতফেরি শুরু হয়। হাতে শ্রদ্ধার ফুল, কালো পোশাকে শোকের চিহ্ন ধারণ করে সারিবদ্ধভাবে ধীরগতিতে চলার মধ্য দিয়ে ভাষাশহিদদের প্রতি সম্মান জানানো হয়। একুশের চেতনা ধারণ করে সর্বস্তরের মানুষ ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হন এবং বাংলা ভাষার সর্বস্তরে প্রচলনের দাবি জানান।
প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা জানান।
শহিদ মিনার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ছিল। পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
শুধু রাজধানী নয়, দেশের প্রতিটি শহর ও গ্রামে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
একুশে ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা দিবসটি পালন করে ভাষার অধিকারের প্রতি শ্রদ্ধা জানায়।