২৮শে মার্চ, ২০২৫, ২৭শে রমজান, ১৪৪৬
সর্বশেষ
টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত ২১ কিশোর ও যুবক
ম’র্মান্তিক দুর্ঘটনা থেকে বাঁচতে যানবাহনে উঠার সময় যে দোয়াটি পড়বেন (বাংলা)
চীনের প্রেসিডেন্টের সঙ্গে ডঃ. ইউনূসের বৈঠক: বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন জানাল চীন
জুমাতুল বিদা: মাহে রমজানের শেষ জুমার বিশেষ তাৎপর্য ও ফজিলত
২০২৮ সাল পর্যন্ত চীনের শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ
অবশেষে পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ লিটন
গত ১৬ বছরে নির্যাতিতদের কাছে ৫ আগস্ট নতুন স্বাধীনতা: নাহিদ ইসলাম
জেনে নিন মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে আল্লাহ্ পবিত্র কুরআনে কি বলেছেন
গাজায় ইসরায়েলি হামলা: নিহত হামাসের শীর্ষ মুখপাত্র
গাজায় জাতিসংঘের কর্মী কমানোর সিদ্ধান্ত, নিরাপত্তা হুমকির মুখে

গাজার পর লেবাননে ই/স/রা/য়ে/লের হামলা, প্রাণহানি বাড়ছে

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, লেবাননে সামরিক অভিযান শুরু।

গাজায় টানা কয়েক সপ্তাহের সামরিক অভিযানের পর এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি আলোচনার মাঝেই মার্কিন সমর্থিত দেশটি দক্ষিণ লেবাননে আক্রমণ চালিয়ে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটিয়েছে। অন্যদিকে, গতকাল (২২ মার্চ) গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে পাঁচজন শিশু।

চার মাস আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হলে, ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা তিনটি রকেট প্রতিহত করেছে। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, অন্তত পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে, যার মধ্যে দুটি লেবাননের ভূখণ্ডেই পড়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রও ইয়েমেনের ওপর হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যানুসারে, হোদেইদা বিমানবন্দর ও আল সালিফ বন্দরে হামলা হয়েছে। এদিকে, হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই দীর্ঘ সময়ের মধ্যে অন্তত ৪৯,৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,১৩,২১৩ জন আহত হয়েছেন।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছিল। আলোচনার অংশ হিসেবে হামাস ৩৮ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়, আর ইসরায়েল প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয়। তবে, স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে এগোতে পারেনি বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, গত শুক্রবার থেকে ইসরায়েল গাজা, লেবানন ও সিরিয়ায় একযোগে অভিযান চালিয়েছে। বিমান হামলায় ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এই পরিস্থিতি কতদিন চলবে, তা অনিশ্চিত। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত