
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি গত শনিবার (২৬ এপ্রিল) ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। “প্যালেস্টাইন-২” নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এমন দাবি করেছে হুতি গোষ্ঠী।
ইসরায়েলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার পরিণতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে তাদের সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরোধ করা হয়েছে এবং কিছু কিছু এলাকায় সাইরেন বেজে ওঠে।
হুতি গোষ্ঠী তাদের মুখপাত্র ইয়াহিয়া সারির মাধ্যমে এক টেলিভিশন ভাষণে এই হামলার দায় স্বীকার করেছে। তিনি দাবি করেছেন, “হামলা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।”
এই হামলা এমন সময় ঘটেছে যখন ইসরায়েলি বাহিনী ২০২৩ সালে গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পূর্বাঞ্চলে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায়, হুতি গোষ্ঠী তাদের হামলা চালিয়ে আসছে, তাদের দাবি অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে।
এদিকে, গত কয়েক মাস ধরে গাজার পরিস্থিতি অত্যন্ত সঙ্কটময় হয়ে উঠেছে। ইসরায়েলের হামলায় হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। ফলে, আন্তর্জাতিক মহলে এই সংঘাতের আরো গভীর সমাধান কামনা করা হচ্ছে।
এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়ে তুলেছে, যেখানে গাজা, পশ্চিম তীর ও ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।