
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির পরও ইসরায়েলের একের পর এক হামলায় উত্তপ্ত হয়ে উঠছে লেবানন। চলতি এপ্রিল মাসেই ৫০টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েল, যার সর্বশেষটি হয়েছে বৈরুতের দক্ষিণাঞ্চলে। এতে বহু মানুষ আহত হয় এবং অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।
হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম লেবানন সরকারকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা শান্তির চুক্তি মেনে চলছি, কিন্তু ইসরায়েল প্রতিদিন আগ্রাসন চালাচ্ছে।”
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এসব হামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে বলেন, এগুলো পুরো অঞ্চলের স্থিতিশীলতা ধ্বংস করছে।
যুদ্ধবিরতির পরও হামলায় এখন পর্যন্ত লেবাননে নিহত হয়েছেন অন্তত ১৯০ জন এবং আহত হয়েছেন প্রায় ৫০০ জনেরও বেশি।