
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েল ‘লাইভ সম্প্রচারে গণহত্যা’ চালাচ্ছে — এমন গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, ইসরায়েল এমন সব অপরাধ সংঘটিত করছে, যার মূল উদ্দেশ্য হলো ফিলিস্তিনিদের ধ্বংস করে দেওয়া, যা সরাসরি জাতিসংঘের গৃহীত গণহত্যা প্রতিরোধ চুক্তি (Genocide Convention) এর লঙ্ঘন।
আমনেস্টি তাদের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে, গাজায় ইসরায়েলি বাহিনী সাধারণ জনগণকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে, এমন জীবনযাত্রার অবস্থা সৃষ্টি করছে, যা ফিলিস্তিনিদের টিকে থাকার ক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল একদিকে যেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তার আহ্বান অগ্রাহ্য করছে, অন্যদিকে রাফাহ শহরে সামরিক অভিযান চালিয়ে লাখো সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলোর কঠোর সতর্কতা সত্ত্বেও ইসরায়েল এই হামলা অব্যাহত রেখেছে।
এছাড়া, ইসরায়েলি বিমান হামলায় নিরাপদ আশ্রয়ের নির্দেশ মেনে চলা বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে, বিনা বিচারে আটক ও গুমের অভিযোগ-ও তুলেছে আমনেস্টি। সংস্থাটি বলছে, ইসরায়েল দফায় দফায় মানবিক ত্রাণের প্রবেশ পথ বন্ধ করে দিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, ইসরায়েলি হামলার সমস্ত ভয়াবহ দৃশ্য এখন বিশ্বের সামনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, যা পুরো মানবতার বিবেককে নাড়া দিচ্ছে।