
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সীমান্তে নতুন করে উত্তেজনার আগুন জ্বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এরই মধ্যে ভারতের একটি কোয়াডকপ্টার পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করলে সেটি গুলি করে মাটিতে ফেলে পাকিস্তান সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে এ ঘটনা ঘটে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, কোয়াডকপ্টারটি নজরদারি চালানোর চেষ্টা করছিল। বিষয়টি বুঝতে পেরে সেনাবাহিনী সঙ্গে সঙ্গেই সেটিকে ভূপাতিত করে।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, “আমাদের সময়োপযোগী পদক্ষেপ শত্রুপক্ষের গুপ্তচরবৃত্তির অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সীমান্তে যেকোনো আগ্রাসনের জবাব দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত পহেলগামে এক হামলার ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে পরিস্থিতি চরমে পৌঁছেছে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে সীমান্ত বন্ধ করে দিয়েছে, পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরতে বলেছে এবং সব ভিসা বাতিল করেছে। এমনকি ঐতিহাসিক সিন্ধু নদের পানিবণ্টন চুক্তিও স্থগিত করেছে।
পাল্টা জবাব দিতে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করেছে এবং ভারতের সঙ্গে বাণিজ্য ও আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্রে সজ্জিত এই দুই দেশের মধ্যে যুদ্ধ যদি বাস্তবতা হয়ে দাঁড়ায়, তাহলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। যদিও ভারত এখনো পহেলগামের হামলার সরাসরি প্রমাণ তুলে ধরতে পারেনি, তবু আন্তর্জাতিক অঙ্গনে চাপ ও উদ্বেগ বাড়ছে।