
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মিরের পেহেলগামে সম্প্রতি এক বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। ঘটনার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানিদের ভিসা সুবিধা বাতিল করা হয়। পাল্টা জবাবে পাকিস্তানও একই ব্যবস্থা নেয়। এতে করে দুই দেশের মধ্যে নাগরিক যাতায়াতে নিষেধাজ্ঞা কার্যকর হয়।
এই সিদ্ধান্ত অনুযায়ী, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের দ্রুত নিজ দেশে ফিরে যেতে বলা হয়। ফলে সীমান্ত এলাকায় দেখা যায় আবেগঘন দৃশ্য—অনেক পাকিস্তানি নারী তাদের ভারতীয় স্বামী কিংবা সন্তানকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে সীমান্ত পার হচ্ছেন।
সীমান্তে দাঁড়িয়ে কেউ বিদায় জানাচ্ছেন স্বামীকে, কেউবা নিজের ছোট্ট সন্তানকে জড়িয়ে ধরে চোখের জল ফেলছেন। চোখে মুখে অজানা শঙ্কা, আবার অনিশ্চয়তা। কেউ জানেন না কবে আবার দেখা হবে, আদৌ আর হবে কিনা।
এমন হৃদয়বিদারক মুহূর্তগুলো ধারণ করেছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির ফটো সাংবাদিকরা। এই সব চিত্র এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও।
এ ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাজনৈতিক সিদ্ধান্তের দায় কতটা সাধারণ মানুষের ওপর পড়ে। যুদ্ধ নয়, ভালোবাসা আর মানবিকতার জয় হোক—এই বার্তাই যেন রেখে গেলেন এসব কান্নারত নারী-পুরুষ।