
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-ভারত চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই নতুন করে উসকে উঠেছে সামরিক সংঘাতের শঙ্কা। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের পক্ষ থেকে পাঠানো ইসরাইলের তৈরি ২৫টি হারপ ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে তারা।
আজ বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানায়, তাদের সফট-কিল ও হার্ড-কিল প্রযুক্তি ব্যবহার করে এই ড্রোনগুলো ধ্বংস করা হয়।
আইএসপিআর-এর দাবি অনুযায়ী, গত ৬ মে পাকিস্তানের প্রতিআক্রমণে ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একাধিক ড্রোন ধ্বংস হয় এবং সেনা হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় ভারত এই ড্রোন অভিযান চালায়, যা পাকিস্তান ব্যর্থ করে দেয়।
এদিকে, সংকটময় এই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর সঙ্গে ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের বিমান হামলায় নিহতদের জন্য তুরস্কের প্রার্থনা ও সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শেহবাজ। এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই সংকটের মুহূর্তে তুরস্কের মতো বন্ধু রাষ্ট্রের পাশে থাকা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।”
দুই দেশের মধ্যে এমন সামরিক উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।