আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে এবং ভবিষ্যতেও নির্বাচনে অংশ নিতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দেশের জন্য আলেম-ওলামারা জীবন দিতে কখনো কার্পণ্য করে না। তবে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে তাদের নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও দেশের উন্নয়নের জন্য তাদের উপেক্ষা করা সম্ভব নয়।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ভূমিকার প্রশংসা করে বলেন, ফ্যাসিবাদ থেকে মুক্ত করার আন্দোলনে এই এলাকার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ১১ দলীয় জোটের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মুখপাত্র আরও জানান, ১১ দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষার্থীদের জন্য শিক্ষা, ইসলামিক গবেষণা, ব্যাংকিং, গণমাধ্যম এবং প্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। জাতীয় পে-স্কেল প্রবর্তনের জন্য কমিশনের প্রস্তাবও জোট সমর্থন করছে এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপি ও জোটের জেলার সকল প্রার্থী, জেলা আহ্বায়ক, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরে কান্দিপাড়া এলাকায় বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল (র.) এর কবর জিয়ারত করে পদযাত্রা শুরু করা হয়।