
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী প্রবণতার পর অবশেষে স্বর্ণের দামে নেমে এসেছে বড় ধস। বিশ্ববাজারে টানা কয়েক সপ্তাহের দরপতনের প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। সেই ধারাবাহিকতায় আজ (২২ অক্টোবর ২০২৫) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, নতুন এই মূল্য আগামীকাল থেকে কার্যকর হবে।
বাজুসের ঘোষণায় জানানো হয়েছে, ২২ ক্যারেট প্রতি ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ৮,৩৬৬ টাকা। এর আগে টানা কয়েক দফায় বাড়ানো হয়েছিল দাম, যা সাধারণ ক্রেতা থেকে শুরু করে স্বর্ণকারদের জন্যও ছিল বড় চাপের বিষয়। অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দর কমতে শুরু করায় দেশের বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়েছে।
নতুন নির্ধারিত দামে এখন-
২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ২,০৮,৯৯৯ টাকা
২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১,৯৯,৫০১ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১,৭০,৯১৫ টাকা
সনাতন স্বর্ণ প্রতি ভরি ১,৪২,৫২৩ টাকা
বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি আন্তর্জাতিক স্বর্ণবাজারে ডলারের দাম স্থিতিশীল থাকায় ও মার্কিন অর্থনীতির মুদ্রাস্ফীতি হার কমে আসায় বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি শুরু করেন। এর ফলে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে প্রায় ৩ শতাংশ, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে।
দেশের ব্যবসায়ীরা মনে করছেন, স্বর্ণের দাম কিছুটা কমায় বাজারে আবারও ক্রেতাদের আগ্রহ বাড়বে। বিশেষ করে বিয়ে বা উৎসবের মৌসুমে সাধারণ মানুষ স্বর্ণ কেনায় নতুন করে উৎসাহ বোধ করবে।
সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)





























