আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আগামীকাল এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে এখন দুই দেশের ফুটবল ভক্তদের মধ্যে চলছে তুমুল বাকযুদ্ধ। বিশেষ করে ভারতের নতুন তারকা রায়ান উইলিয়ামস–কে কেন্দ্র করে ভারতীয় সমর্থকরা হামজার বাংলাদেশ দলকে তাচ্ছিল্য করে হুমকি দিচ্ছে।
ভারত ভুটানকে ৬–১ গোলে হারানোর পর থেকেই ভারতীয়রা দাবি করছে, “আগামীকাল মঙ্গলবার রাত ৮ঃ০০ টায় রায়ান উইলিয়ামসকে নিয়ে বাংলাদেশ দলকে বিধ্বস্ত করবে, তারা জানিয়েছে ভুটানকে ছয় গোল দিয়েছি, বাংলাদেশকে সাত দেব, বুক ঠুকে বলছি!”
অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া এই ভারতীয় নতুন খেলোয়াড় রায়ান উইলিয়ামসকে নিয়ে এখন ভারতীয়রা বীরদর্পে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিচ্ছে। অনেকে লিখছে,
“হামজা, তপু- কাজিদের এসব দিয়ে ভারতকে থামানো যাবে না। রায়ান উইলিয়ামস আছে, বাংলাদেশ বিধ্বস্ত হবেই!”
অন্যদিকে বাংলাদেশের সমর্থকরা বলছেন, ভারতের ভুটানের বিপক্ষে জয়ের সাথে বাংলাদেশ ম্যাচের কোনো সম্পর্ক নেই। বরং বাংলাদেশ নেপালের বিপক্ষে ২–২ ড্র করলেও দলটি মূল একাদশে বেশ কয়েকজনকে বিশ্রামে রেখেছিল। আগামীকালের ম্যাচে কোচ সম্পূর্ণ শক্তিশালী লাইনআপ নামাবেন।
দুই দেশের মধ্যকার এ ম্যাচটিকে বিশ্লেষকরা বলছেন এশিয়ান কাপ বাছাইয়ের সবচেয়ে হাই-ভোল্টেজ ম্যাচ।
ম্যাচটি সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে আলোচিত নাম
রায়ান উইলিয়ামস বনাম বাংলাদেশের প্রতিরক্ষা।
শেষ পর্যন্ত মাঠে কে হাসবে?
ভারতীয়দের সাত গোলের দম্ভ, নাকি বাংলাদেশের জবাব—এখন সেটাই বড় প্রশ্ন!