আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিলেটে সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড সংগ্রহ করে ২৮৬ রান। জবাবে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ৮ উইকেটে তোলে ৫৮৭ রান। ৩০১ রানের বিশাল লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে আইরিশরা থামে ২৫৪ রানে।
যদিও ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক, শেষদিকে আয়ারল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটাররা লড়াই করার চেষ্টা করেন। ম্যাকব্রাইনের দায়িত্বশীল ফিফটি, বলবার্নির ৩৮, নিলের ৩৬ এবং শেষ ব্যাটার ম্যাকার্থির ২৫ রানে টিকে থাকার চেষ্টায় কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে।
বাংলাদেশের বোলাররা পুরো ম্যাচজুড়েই নিয়ন্ত্রণ ধরে রাখে। দুই বাঁহাতি স্পিনার মিলে নেন ৭ উইকেট—হাসান মুরাদ ৪টি এবং তাইজুল ইসলাম ৩টি। পেসার নাহিদ রানা পান ২টি উইকেট। দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন মাহমুদুল হাসান।
তৃতীয় দিনের শেষে আয়ারল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৮৬। চতুর্থ দিনে ব্যাট হাতে নেমেই তারা আবারও চাপে পড়ে। নাহিদ রানা ফেরান কারমাইকেলকে। আত্মবিশ্বাসী ইনিংস খেললেও ৪৩ রানে রান আউট হন পল স্টার্লিং। এরপর তাইজুল এলবিডব্লিউ করেন হ্যারি টেক্টরকে।
হাসান মুরাদের ঘূর্ণিতে বিপদে পড়ে আইরিশরা। সাদমান ইসলামের দুর্দান্ত ক্যাচে ক্যাম্ফার ফেরেন। লরকান টাকারের আউট-এ রিভিউ নেয় বাংলাদেশ, রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্পে লাগতো—তাই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন আম্পায়ার।
অবশেষে ২৫৪ রানে থামে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস, আর ইনিংস ব্যবধানেই জয়ের হাসি ফুটে টাইগার শিবিরে।