
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমায় ডুবে গেছে। নৌকাটিতে মোট ৯০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গা শরণার্থী রয়েছেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল জানায়, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মরদেহ সাগর থেকে পাওয়া গেছে।
কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ জানান, এই অভিবাসী দলের আদি সংখ্যা প্রায় ৩০০ জন ছিল। মানবপাচারকারীরা তাদের তিনটি ছোট নৌকায় ভাগ করেন, প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন করে যাত্রী ছিলেন। একটি নৌকা ডুবে গেছে, বাকি দুটি নৌকার অবস্থান এখনও অজানা।
উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে তিনজন মিয়ানমারের, দুইজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নাগরিক। তিনি আরও জানিয়েছেন, অভিবাসীরা যাত্রা শুরু করার আগে প্রত্যেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা দিয়েছেন। নিখোঁজদের সন্ধান ও বাকি দুটি নৌকা শনাক্তে উদ্ধার অভিযান চলমান।
সূত্র: মালয়মেইল





























