
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: এ বছরের শেষদিকে কিংবা জানুয়ারির শুরুতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নতুন আসর সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের কাজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রাথমিকভাবে আগ্রহী ১১টি প্রতিষ্ঠানের মধ্যে নথিপত্র যাচাই এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে বাদ দেওয়া হয় তিন প্রতিষ্ঠানকে। চূড়ান্ত যাচাই শেষে পাঁচটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় বিসিবি।
বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারির মধ্যে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সর্বশেষ সভা শেষে এই সম্ভাবনার কথা জানান টুর্নামেন্টের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
এবারের আসরে মালিকানায় পরিবর্তন এলেও সব ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন হচ্ছে না। গত মৌসুমের মতো রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস একই নামে খেলবে। তবে নতুন পরিচয়ে মাঠে নামবে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী। সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস নামে দলগুলো অংশ নেবে এবারের বিপিএলে।
পাঁচ দলের তালিকা
ঢাকা ক্যাপিটালস
রংপুর রাইডার্স
সিলেট টাইটানস
রাজশাহী ওয়ারিয়র্স
চিটাগং রয়েলস






























