
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চাঁদপুরে ইলিশের বাজার এখন সরগরম। নদীতে ইলিশ ধরা শুরু হওয়ায় ঘাটে ভিড় বাড়ছে জেলেদের, ক্রেতা ও ব্যবসায়ীদের। মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় ধীরে ধীরে দামও কমতে শুরু করেছে বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।
তারা জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে প্রতিদিনই ঘাটে প্রচুর পরিমাণে ইলিশ উঠছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে কয়েক দিনের মধ্যেই প্রতি কেজিতে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দাম কমে যাবে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা সফল হয়েছি। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং স্থানীয় প্রশাসন সবাই মিলে কঠোরভাবে নদীতে টহল দিয়েছে। অভিযানে অবৈধ জাল জব্দ, অসাধু জেলেদের আটক ও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে আমরা প্রচারণা চালিয়েছি। নিষেধাজ্ঞার সময় জেলেদের ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে। এবারের সফল অভিযানের ফলে আশা করছি, নদীতে আরও বড় ইলিশ পাওয়া যাবে। ক্রেতাদের নাগালের মধ্যে দাম রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।”





























