Our Times News
কানাডায় প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের আক্রান্তের সংখ্যা কোন ভাবেই কমছে না, বরং দেশটিতে উদ্বেগজনকহারে করোনা আক্রান্ত সনাক্তের সংখ্যা বেড়েই চলছে।
কানাডার বিভিন্ন প্রদেশের মধ্যে দিন দিন ঘাতক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে সরকার কর্তৃক সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, ও বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্ত্বেও করোনাভাইরাসকে নিয়ন্ত্রিতনে আনা যাচ্ছে না। এর ফলে সেখানকার বিভিন্ন প্রদেশের মানুষরা মরণব্যাধি করোনা আক্রান্তের আশঙ্কা নিয়েই আতঙ্কিত ভাবে জীবন যাপন করছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান রাখার অন্যতম আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী,কানাডায় ঘাতক করোনায় আক্রান্ত সনাক্তের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৫৯৪ জন, এবং সেখানে মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ১ শত ৫৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ১১ হাজার ৩৯৬ জন ভাগ্যবান মানুষ।