
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপকে বৈদেশিক নীতির এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এবার রাশিয়ার ওপর চাপ বাড়ানোর জন্য ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, যা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যে কোনো দেশ রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে ভারতের ওপর প্রথমবারের মতো অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের প্রথম সরাসরি আর্থিক নিষেধাজ্ঞা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিবিসি জানায়, এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে পারে, কারণ তেল রপ্তানি বন্ধ হলে যুদ্ধ পরিচালনার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তবে ক্রেমলিন জানিয়েছে, সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় তারা প্রস্তুত।
অন্যদিকে, রাশিয়ার মিত্রদের ওপর এমন চাপ বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে, যা যুক্তরাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করবে। এছাড়াও, আগামী বছরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রেখে ট্রাম্প রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। চীন ও ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা জটিল হয়ে উঠতে পারে।
রাশিয়া বিষয়ক মার্কিন বিশ্লেষক ইউজিন রুমার মনে করেন, ট্রাম্পের শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারবে না। কারণ ভারত ও চীন রাশিয়ার তেল আমদানি বন্ধ করবে না। চীন ইতোমধ্যে জানিয়েছে, তারা রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।
মার্কিন সাবেক ট্রেজারি কর্মকর্তা কিম্বার্লি ডোনোভান সতর্ক করে বলেছেন, এই শুল্ক ভারত ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে।
প্রতিবেদনে কানাডার অর্থনৈতিক পরিস্থিতিও উল্লেখযোগ্য। দেশটিতে জুলাই মাসে ৪০ হাজার ৮০০ কর্মসংস্থান কমেছে, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে কম। বিশেষ করে উৎপাদন খাত—ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্পে ব্যাপক চাকরি হ্রাস পেয়েছে, যা ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব হিসেবে দেখা হচ্ছে।
তবে ট্রাম্প দাবি করেছেন, তার শুল্ক নীতি যুক্তরাষ্ট্রকে রেকর্ড পরিমাণ রাজস্ব এনে দিচ্ছে। মার্কিন অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে প্রায় ৩০ বিলিয়ন ডলার শুল্ক রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের তুলনায় ২৪২ শতাংশ বেশি। এপ্রিল মাসে প্রায় সব ধরনের আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের ফলে এ রাজস্ব বৃদ্ধি পেয়েছে।
সূত্র: বিবিসি, সিএনএন